Number (বচন)

Number:


Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।

Types of Number:

Number সাধারনত দুই প্রকার। যথা –
  • Singular number
  • Plural number

Singular Number:

যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।
Example:- Book, Brother, Cow, Tree, etc.

Plural number:

যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।
Example:- Books, Brothers, Cows, Trees, etc.

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 1:
সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -
SingularPlural
Cow cows
BoyBoys
GirlGirls
CatCats
HouseHouses
HandHands
EyeEyes
TigerTigers
DeskDesks

Rule 2:
Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
SingularPlural
BusBuses
ClassClasses
BrushBrushes
BushBushes
BoxBoxes
BrunchBrunches
InchInches
WatchWatches
Matchmatches

ব্যতিক্রম
Singular Noun এর  শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –
SingularPlural
StomachStomachs
PatriarchPatriarchs
MonarchMonarchs
  

Rule 3:
Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন
SingularPlural
MangoMangoes
PotatoPotatoes
HeroHeroes
NegroNegroes
CargoCargoes
VolcanoVolcanoes
BuffaloBuffaloes

 ব্যতিক্রম
কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।
SingularPlural
PhotoPhotos
SoloSolos
PianoPianos
CantoCantos

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 4:
Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।
SingularPlural
RadioRadios
CuckooCuckoos
StereoStereos
BambooBamboos
StudioStudios

Rule 5:
Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।
SingularPlural
CityCities
BabyBabies
ArmyArmies
BodyBodies
HobbyHobbies
LadyLadies

 ব্যতিক্রম
কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়।
SingularPlural
KeyKeys
DonkeyDonkeys
MonkeyMonkeys
BoyBoys
ToyToys
DayDays


Rule 6:
f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।
SingularPlural
CalfCalves
LeafLeaves
WifeWives
ThiefThieves
LifeLives

ব্যতিক্রম
শেষে ief, oof, ff, rf, if, eef, ife, fe, রয়েছে এ ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু s যোগ করে plural করতে হয়।
SingularPlural
RoofRoofs
HoofHoofs
SafeSafes
DwarfDwarfs
CliffCliffs
ReefReefs
BeliefBeliefs


Rule 7:
কতগুলো singular noun এর মাঝের এক বা একাধিক vowel বা consonant পরিবর্তন করে plural করতে হয়।
SingularPlural
ManMen
WomanWomen
MouseMice
FootFeet
ToothTeeth

 
Rule 8:
কতগুলো noun এর শেষে en, ren বা ne যোগ করে plural করতে হয়।
SingularPlural
OxOxen
BrotherBrethren
ChildChildren

Rule 9:
Compound noun গুলোর মূল noun টির শেষে s যোগ করে কিংবা মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়।
SingularPlural
Brother-in-lawBrothers-in-law
Son-in-lawSons-in-law
Washer-manWasher-men
Passer-byPassers-by
Step-sonStep-sons
Maid-servantMaid-servants

Rule 10:
Hyphen(-) বিহীন compound noun গুলোকে s যোগে plural করতে হয়।
SingularPlural
HandfulHandfuls
BookcaseBookcases
SpoonfulSpoonfuls
ArmchairArmchairs

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 11:
কতগুলো compound noun কে s যোগে plural করতে হয়।
SingularPlural
Man-servantMen-servants
Lord-justiceLords-justices
Woman-servantWomen-servants
Knight-templarKnights-templars

Rule 12:
কতগুলো compound noun এর শেষের noun টির সাথে s যোগ করে plural করতে হয়।
SingularPlural
BookcaseBookcases
Inspector-generalInspector-generals
ShowcaseShowcases
ArmchairArmchairs

Rule 13:
কিছু noun এর singular ও plural একই হয়ে থাকে
SingularPlural
SheepSheep
PairPair
SwineSwine
DeerDeer
DozenDozen
GrossGross

Rule 14:
কিছু collective noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – poultry, people, cattle, gentry, public, vermin, majority, mankind.

Rule 15:
কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – the rich, the poor, the virtuous, the pious.
- The rich are not always happy. ( Rich is not হয়নি)
- The virtuous are blessed.

Rule 16:
কিছু noun plural এর মত হলেও এগুলো মূলত singular হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে verb এর singular form ব্যবহার হয়।
যেমন – physics, mathematics, politics, economics, wages, athletics, news, optics, statistics.
- Mathematics is hard subject to me.
- This news is is important.

Rule 17:
কিছু noun সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন –
Furniture, alphabet, brick, business, hair, information, scenery, machinery, beard, issue, poetry, progress, money, abuse, expenditure, baggage.
- Her hair is very black.
- Money is not a matter.

Rule 18:
কিছু noun সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়। এদের কোন singular হয় না।
যেমন-
রোগের নাম – Measels(হাম), Mumps(গাল-গলা ফুলা)
খেলার নাম – Billiards, Draughts.
পোশাকের নাম- trousers, drawers(দুপাবিশিষ্ট পোশাক)
একই রূপ বিশিষ্ট/ জোড়া – spectacles, scissors.

Rule 19:
বর্ণ, সংখ্যা বা প্রতীককে plural করতে apostrophe ( ’ ) ব্যবহার করতে হয়।
- There are five M.A’s in our village.
- Add four 3’s and five 2’s.
Rule 20:
কিছু noun রয়েছে যাদের singular ও plural ভিন্ন অর্থ প্রকাশ করে।
SingularPlural
Advice (উপদেশ) Advices (সংবাদ)
Wood (কাঠ)Woods (বন)
Physic (ওষুধ)Physics (পদার্থ বিদ্যা)
Good (ভাল)Goods (মালপত্র)
Force (শক্তি)Forces (সৈন্যবাহিনী)
Sand (বালি)Sands (মরুভূমি) 

Rule 21:
বিভিন্ন প্রকার pronoun এর singular form-
### Subjective form of pronouns-
SingularPlural
IWe
He/ sheThey
ThisThese
YouYou
ItIt
ThatThat

  
### Possessive form of pronouns
SingularPlural
MyOur
His/herTheir
ItsTheir
MineMine
YourYour

### Objective form of pronouns-
SingularPlural
MeUs
Him/herThem
YouYou

Rule 22:
Material noun গুলোর সাধারণত plural হয় না। যেমন- water, sugar, iron, cooper, oil, silver, wood, etc.

Rule 23:
Abstract noun এর plural form হয় না. যেমন- kindness, hope, charity, love, honesty, etc.

Rule 24:
বিদেশী ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের plural form-
SingularPlural
AgendumAgenda
AxisAxes
AnalysisAnalyses
BasisBases
CurriculumCurricula
CrisisCrises
FocusFocuses
Formula Formulas
MediumMedia
RadiusRadii
OasisOases
GenusGenera
ForumForums